Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড
বিস্তারিত
বিদ্যুৎ
ছবিঃ প্রথম আলো

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার রাত ৯টায়। এ সময় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। আজ রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, ওই সময় লোডশেডিং হয়েছে ৪৯৯ মেগাওয়াট।

২২ এপ্রিল রাত ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট। তার আগের দিন রাতে পিক আওয়ারে ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এই সময়ে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের কথা জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে পাওয়া তথ্য বলছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনসক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। উৎপাদন করা হচ্ছে ১৩ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে সাড়ে ১৩ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াট।



ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/05/2024
আর্কাইভ তারিখ
05/05/2024

ওজোপাডিকো'র কল সেন্টার

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের প্রতি আহবান

সেচ সম্পর্কিত নির্দেশনা ২০২৪

বৈদ্যুতিক যান ব্যবহারের উপকারিতা