Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিদ্যুৎ বিভাগ ও ওজোপাডিকো’র মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষরিত
Details
বিদ্যুৎ বিভাগ ও ওজোপাডিকো’র মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্তর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পেশাদারিত্বের সাথে দেশপ্রেম সংযোগ করে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে। টীম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টীমের সদস্যদের মাঝে স্মার্টনেস ও দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে। প্রতিমন্ত্রী আজ, বিদ্যুৎ ভবনে দপ্তরসমূহের সাথে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরো ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থপনার বিষয়ে আপোষ করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবেলা করেই সামনে এগুতে হবে। এপিএ প্রদত্ত লক্ষ্যসমূহ কাঙ্খিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। আজ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সাথে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তর প্রধান এপিএ স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়ন ২য় স্থান অধিকার করেছিল।
2023-06-26-03-24-37564d0413d13c08112963719fe678f3
 
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইপিআরসি-এর চেয়ারম্যান মো: মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, এনডিসি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক (অতিঃ দায়িত্ব) জনাব সেখ আকতার হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।


Images
Attachments
Publish Date
21/12/2023
Archieve Date
30/06/2024

WZPDCL Call Centre

Request for saving the electricity towards honored user

সেচ সম্পর্কিত নির্দেশনা ২০২৪

Importance of using electric vehicle.