বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “ইনোভেশন শোকেসিং ২০২১” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) ২য় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। ইনোভেশন শোকেসিং এর বিষয়বস্তু ছিল Low Cost Substation Automation System with SCADA প্রতিযোগীতা শেষে অদ্য ২৯/০৮/২০২১ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকায় পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: হাবিবুর রহমান। ওজোপাডিকো’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক (অতি: দায়িত্ব) জনাব রতন কুমার দেবনাথ এফসিএমএ ও নির্বাহী প্রকৌশলী জনাব দেবাশীষ পাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনাব সেলিম আবেদ, চেয়ারম্যান, ওজোপাডিকো ও অতিরিক্ত সচিব (সমন্বয়), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ হোসাইন, মহাপরিচালক, পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ এবং জনাব মো: আহসানুর রহমান হাসিব, উপসচিব (প্রশাসন-১), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণওজোপাডিকো এর বিদ্যমান সকল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের তথ্যাদি (ভোল্টেজ, কারেন্ট, লোড ও অন্যান্য প্যারামিটার) এবং ফিডারসমূহ চালু/বন্ধ হওয়ার রেকর্ড কর্মরত এসবিএগণ ম্যানুয়েল লগবইতে লিপিবদ্ধ করেন। এছাড়া ইনডোর ফিডার সমূহ Live Panel এর সামনে থেকে চালু/বন্ধ করা হয় যা কর্মরত এসবিএ এর জন্য ঝুঁকিপূর্ণ। Computerized Data Base না থাকায় ম্যানুয়েল লগবইতে সংরক্ষিত তথ্যসমূহ ভবিষ্যতের পরিকল্পনা বিশ্লেষনধর্মী কাজে সহায়ক নয়। এছাড়াও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে উপকেন্দ্রের সার্বিক অবস্থা সাব্র্ক্ষণিক পর্যবেক্ষন করা সম্ভব হয় না। বর্তমানে বিদ্যমান অটোমেশন সিস্টেমের কৌশলগত প্রযুক্তি বিদেশী আমদানী নির্ভর হওয়ায় উহা অত্যন্ত ব্যয়বহুল এবং একই সাথে রক্ষনাবেক্ষণ/পরিবর্ধন কাজের জন্য বিদেশী প্রকৌশলীর উপর নির্ভরশীল হতে হতো। এসব সমস্যার সমাধান কল্পে Low Cost Substation Automation System (SUS) with SCADA শিরোনামে ইনোভেশন আইডিয়া বাস্তবায়নের জন্য প্রাথমিক ভাবে জোড়াগেট, খুলনা ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মান করা হয়।ালয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS